বাংলালিংক ফোন নাম্বার চেক | বাংলালিংক মোবাইল নাম্বার দেখার কোড

বাংলালিংক ফোন নাম্বার চেক  বাংলালিংক মোবাইল নাম্বার দেখার কোড
বাংলালিংক ফোন নাম্বার চেক

Banglalink number check

Banglalink number check: Just dial *511# from your phone to know any Banglalink Sim number.

মোবাইল ব্যবহার করে আর সিম ব্যবহার করেনা এমন লোক বাংলাদেশে খুবই কম আছে। মোবাইল থাকলে সিম ব্যবহার করাটা স্বাভাবিক বিষয়। প্রায় সব ফোনেই সিম ব্যবহার করা হয়।

স্পেশালি ফিচার বা বাটন মোবাইল গুলোতে সিম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিম ছাড়া বাটন মোবাইলের মাধ্যমে কারো সাথে যোগাযোগ করা যায়না। 

ই-সিম হোক বা সাধারন সিম, মোবাইল কলের মাধ্যমে মানুষদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আপনাকে সিম ব্যবহার করতেই হবে।


মোবাইল নাম্বার কেন জানতে হবে?

মানুষ হিসেবে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমাদের মোবাইল নাম্বারটি অন্যেদের সাথে শেয়ার করতে হয়।

যেমন আপনি যদি আপনার সিমে রিচার্জ করতে চান তাহলে আপনাকে রিচার্জের দোকানে সিমের নাম্বার দিতে হবে।

কারো সাথে যোগাযোগ করার জন্যেও তাকে আপনার কন্টাক্ট নাম্বার দেয়ার সময় আপনার সিমের নাম্বার জানতে হবে।

আবার ধরুন আপনার সিমে রকেট, নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রেও আপনাকে আপনার সিমের নাম্বার জানতে হবে।

নিজের সিমের নাম্বার জানার এই কারণগুলো ছাড়া আরও অনেক কারণ রয়েছে যা আমাদের এই আর্টিকেলের মূল বিষয় নয়। তাই চলুন মূল আলোচনার ফিরি।


বাংলালিংক নাম্বার দেখার নিয়ম

বাংলাদেশের প্রথম দিকের সিম কোম্পানী হলো বাংলালিংক। দেশের প্রথম দিকের নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে বাংলালিংক একটি।

দেশে বাংলালিংকের অনেক গ্রাহক রয়েছে। সকল বাংলালিংক গ্রাহককেই তাদের নিজস্ব সিম নাম্বারটি জানতে হবে। বাংলালিংক সিমের নাম্বার চেক করা খুবই সহজ।

যেকোন ফোন থেকে ইউএসসডি কোডের সাহায্যে বাংলালিংক সিমের নাম্বার চেক করা যায়।


বাংলালিংক নাম্বার দেখার কোড

সব সিমের মতো বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য নির্দিষ্ট কোড রয়েছে। বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্যে স্মার্টফোন হোক বা বাটন ফোন হোক, আপনি *511# কোডটি ডায়াল করলেই আপনার বাংলালিংক সিমের নাম্বার চেক করতে পারবেন।

কিভাবে সহজেই যেকোন মোবাইল থেকে বাংলালিংক সিমের নাম্বার চেক করবেন সে বিষয়ে নিচে আরও বিস্তারিত দেয়া আছে।


বাংলালিংক ফোন নাম্বার চেক

আগেই বলেছি বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য আপনাকে আপনার ফোন থেকে *511# ডায়াল করতে হবে। তাহলেই আপনি আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখতে পারবেন।

যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের পদক্ষেপগুলো ফলো করুন।


স্মার্টফোন থেকে বাংলালিংক নাম্বার চেক করার উপায়

  • প্রথমে আপনার ফোনের ডায়ালারে যান। (যে সফটওয়্যার দিয়ে কল করে)
  • তারপর সেখানে *511# কোডটি টাইপ করুন।
  • এবার আপনার বাংলালিংক সিমের মাধ্যমে কল করুন।
  • সব ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই আপনার বাংলালিংক নাম্বার শো করবে।

বাটন ফোন থেকে বাংলালিংক নাম্বার চেক

  • প্রথমে আপনার মোবাইলে *511# কোডটি টাইপ করুন।
  • এবার আপনার বাংলালিংক সিমের মাধ্যমে কল করুন।
  • সব ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই আপনার বাংলালিংক নাম্বার শো করবে।


বাংলালিংক সিমের আরও কিছু প্রয়োজনীয় কোড জেনে নিন।

বাংলালিংক ব্যালান্স চেক কোড

বাংলালিংক মোবাইল ব্যালান্স চেক কোড 

Mobile Balance check: *124#

বাংলালিংক ইন্টারনেট ব্যালান্স চেক কোড

Internet Balance check, dial *5000*500# or *124*3#

বাংলালিংক মিনিট চেক কোড

Minute Check: *124*2#

বাংলালিংক এসএমএস চেক কোড

SMS Pack Check: *124*3# MMS Check: *124*2#

আশা করি আর্টিকেল ফলো করে আপনার বাংলালিংক সিমের নাম্বার চেক করতে পেরেছেন। আর্টিকেল সমন্ধে কোন মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

বিষয়বস্তুঃ বাংলালিংক নাম্বার টাকা চেক, বাংলালিংক নাম্বার দেখার নিয়ম, বাংলালিংক নাম্বার এমবি চেক, বাংলালিংক নাম্বার মিনিট চেক, সিম নাম্বার চেক, বাংলালিংক অফিসের নাম্বার, মোবাইল নাম্বার চেক।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
No Comment
মন্তব্য করুন
comment url