জানুন আলহামদুলিল্লাহ অর্থ কি? ও বলার ফজিলত

আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমাদের মাঝে অনেকেই আছে যারা কিনা আলহামদুলিল্লাহ শব্দ বলে থাকি কিন্তু তার অর্থ ও ফজিলত সম্পর্কে জানি না।

তাই আজকে এই আর্টিকেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি?আলহামদুলিল্লাহ বলার ফজিলত সম্পর্কে আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পড়বেন।

জানুন আলহামদুলিল্লাহ অর্থ কি ও বলার ফজিলত
জানুন আলহামদুলিল্লাহ অর্থ কি ও বলার ফজিলত

আলহামদুলিল্লাহ অর্থ কি? 

আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলোঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য

আলহামদুলিল্লাহ কখন বলতে হয়?

পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আবার যেকোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরের ভালো কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলা হয়ে থাকে।

আলহামদুলিল্লাহ শব্দের মাঝে আছে হামদ শব্দটি। আমরা আল্লাহর গূণকীর্তী করে হামদ গাই। হামদ অর্থ হলো প্রশংসা

আলহামদুলিল্লাহ বলার ফজিলত

ভালো কিছু সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আল-কোরআন পড়া শুরু করতে হয় আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে।

তাছাড়া কোরআনের অন্যান্য প্রায় সব সূরাই যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে হয়, তা থেকেই এর তাৎপর্যের প্রমাণ পাওয়া যায়।

মহানবী (সাঃ) বলেছেন,

আল্লাহর কাছে চারটি বাক্য প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। (মুসলিম)

হাদিসে আছে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই। (তিরমিজি)

আরেকটি হাদিসে বলা হয়েছে,

আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন, এ জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরো তার প্রশংসার নির্দেশ দিয়েছেন। (বুখারি)

হাদিসে আলহামদুলিল্লাহকে সবথেকে উত্তম দোয়া বলা হয়েছে।

মহানবী (সাঃ) বলেছেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা-ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। (তিরমিজি)
মহানবী (সাঃ) আরও বলেছেন

আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। (মুসলিম)

উপরের হাদিসগুলো পড়ার পর নিশ্চয়ই আলহামদুলিল্লাহ বলার ফজিলত আন্দাজ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ শব্দটি সত্যিই বেশ ফজিলতপূর্ণ।

আমাদের সকলের উচিৎ সব ভালোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা। কারণ আমাদের যা কিছু কল্যাণকর তা সবই আল্লাহর দান।

শেষ কথাঃ আশা করছি আর্টিকেলটি পড়ার পর আলহামদুলিল্লাহ অর্থ কি ও আলহামদুলিল্লাহ বলার ফজিলত জানতে পেরেছেন। আরও ইসলামিক আর্টিকেল পেতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।

বিষয়বস্তুঃ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ বলার ফজিলত, আলহামদুলিল্লাহ অর্থ, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ অর্থ কি।

পূর্ববর্তী পোস্ট
No Comment
মন্তব্য করুন
comment url