শবে মেরাজ কত তারিখে ২০২৫ – Shob e Meraj Kobe 2025
এই আর্টিকেলে আমরা জানবো ২০২৫ সালের শবে মেরাজ কত তারিখে ও কি মাসে অনুষ্ঠিত হবে।
মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী আমাদের দেশে শবে মেরাজ হিসাবে পরিচিত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।
শবে মেরাজ ২০২৫ কত তারিখে
অনেক মুসলমান, রজব মাসের ২৭ তারিখের রাতকে শবে মেরাজের রাত মনে করেন। কিন্তু এই তারিখে যে মেরাজ ঘটেছিলো তার কোন সুস্পষ্ট দলিল নেই।
তবে রাসুল সাঃ এর জীবনে মেরাজ হয়েছিলো ইহা চরম সত্য। কিন্তু কত তারিখের রাতে মেরাজ হয়েছিলো তা নিয়ে অনেক মতবাদ রয়েছে। তাই যারা রজবের ২৭ রজনীকে শবে মেরাজ হিসেবে পালন করেন, তারা নিশ্চিত ভুল করছেন।
শবে মেরাজের আমল
এ রাতের কোনো ইবাদত আল্লাহর রসুলের কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। মেরাজের পরে নবীজি যত বছর বেঁচেছিলেন, তাকেও বিশেষ কোনো আমল করতে দেখা যায়নি। শবে মেরাজ এর বিশেষ কোনো আমল, রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই।
তাই এই শবে মেরাজকে কেন্দ্র করে কোন বিশেষ আমল করা যাবেনা। শবে মেরাজ মনে করে বিশেষ রোজা, বিশেষ নামাজ বা অন্যান্য ইবাদাত করা যাবেনা। এগুলো বেদাতি কর্মকান্ড, এগুলো পরিহার করতে হবে।