ইসলাম ধর্মচলমান প্রসঙ্গ

ঈদের চাঁদ দেখার দোয়া | Eider chad dekhar dua

আসসালামু আলাইকুম, আজকের এই পোস্টেত ঈদের চাঁদ দেখার দোয়া আরবি ও বাংলা অর্থসহ (Eider chad dekhar dua) জানবো।

ঈদের চাঁদ দেখার পর দোয়া পড়া

মুসলমানদের ধর্মীয় উৎসব ও ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। হাদিসে এসেছে নবি করিম সা. নতুন চাঁদ দেখার পর দু আ পাঠ করতেন। 

তাই আমাদেরও উচিৎ যেকোন নতুন চাঁদ, রোজার চাঁদ বা ঈদের নতুন চাঁদ দেখলে দোয়া পাঠ করা। 

তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এ দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৪৫১

ঈদের চাঁদ দেখার দোয়া আরবি

হাদিসে বর্ণিত নতুন চাঁদ দেখে পাঠ করার সেই দুয়াটি হলো- 

২০২৫ সালের রোজা শুরু কত তারিখে?

 اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

চাঁদ দেখার দোয়ার বাংলা অর্থ

অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

সহজ ভাষায়

ইসলাম ও বিশ্বতথ্য জানুন সহজ, সাবলীল বাংলায়!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।