মা দিবস কবে ও কত তারিখে? মাতৃ দিবস কেন পালন করা হয়? ইসলাম কি বলে?
মা দিবস কবে ও কত তারিখে?
পৃথিবীর সকল মায়েদের প্রতি সম্মান জানানোর জন্য প্রতিবছর মে মাসের ২য় রবিবার বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয়।
মাতৃ দিবস কেন পালন করা হয়?
মা দিবস বা মাতৃ দিবস হল একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়ের সন্মানে এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদ্যাপন করা হয়।
আমাদের সমাজে এই মা দিবস পালনের প্রয়োজনীয়তা কতটুকু? বা এই দিবস পালনে ইসলাম কি বলে? চলুন জেনে নেই।
মা দিবস পালনের প্রয়োজনীয়তা
মা দিবসের কোন প্রয়োজনীয়তাই নেই, কারণ মাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিবসের প্রয়োজন হয়না। মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তাই তাকে প্রতিদিনই ভালোবাসা উচিত।
তাদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রতিদিন তাদের সাথে কথা বলতে পারি। তাদের যত্ন নিতে পারি। তাদের ঘরের কাজে সাহায্য করতে পারি। তাদের সুখী রাখার চেষ্টা করতে পারি।
মনে রাখবেন, মায়ের ভালোবাসা অনন্ত এবং অমূল্য। তাই তাকে প্রতিদিনই ভালোবাসুন এবং তার প্রতি কৃতজ্ঞ থাকুন।
মা দিবস পালনে ইসলাম কি বলে?
মায়েদের সেবা সম্পর্কে ইসলামও এমন আদেশ দিয়েছেন। মা দিবস সম্পর্কে ইসলামের মতবাদ কি শুনুন শায়খ আহমাদুল্লাহর কণ্ঠে।
আশা করি মা দিবস সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আপনারা পেয়েছেন। এসব দিবস পালন থেকে নিজেও বিরত থাকুন, অন্যদেরকেও বিরত থাকতে উপদেশ দিন।